মিজানুর রহমান,কক্সবাজার প্রতিনিধিঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ প্রক্রিয়া পুনর্বিবেচনা, উখিয়ার ইনানীতে সমুদ্র সৈকতকে ‘দ্বি-খণ্ডিত’ করে নির্মিত জেটি অপসারণ ও মহেশখালী দ্বীপে নতুন নতুন পর্যটন স্পট নির্ধারণের দাবি তুলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ‘খোলা চিঠি’ দিয়েছে কক্সবাজার নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘খোলা চিঠি’র বিষয়টি সাংবাদিকদের তুলে ধরে কক্সবাজারের পরিবেশ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠন কক্সবাজার নাগরিক ফোরামের নেতারা।
ওই খোলা চিঠিতে ফোরামের নেতারা দাবি করছেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণের সিদ্ধান্তটি অযৌক্তিক ও একপেশে সিদ্ধান্ত। তাদের মতে, সেন্টমার্টিনের ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং মনগড়া সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।
এসময় পুরো পর্যটন মৌসুমের মাঝে কোন সময় রাত্রি যাপন আবার কোন সময়ে নয় এ ধরনের বৈষম্য দেশের পর্যটন শিল্পে নীতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, সমুদ্র বিশেষজ্ঞ মহলের কোন ধরনের সমীক্ষা ছাড়াই পর্যটক সীমিত করার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের একপেশে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার দাবি জানান নেতৃবৃন্দ।
নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, প্রফেসর আনোয়ারুল হক, প্রফেসর মকবুল আহমদ, ট্যুর অপারেটর অব কক্সবাজার টুয়াকের উপদেষ্টা মফিজুর রহমান প্রমূখ।
বক্তব্যরা সংবাদ সম্মেলনে আরও বলেন, ইনানী সৈকত দ্বিখন্ডিত করে তৈরি করা জেটি অপসারণ করার দাবি জানানো হয়। একই সাথে মহেশখালী দ্বীপসহ জেলায় পর্যটনের নতুন স্পট সৃষ্টির উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
0 মন্তব্যসমূহ