কক্সবাজারে সাবেক এমপি বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার। - ভোরের সময় অনলাইন কক্সবাজারে সাবেক এমপি বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


কক্সবাজারে সাবেক এমপি বদি’র প্রধান সহযোগী জাফর চেয়ারম্যান গ্রেফতার।



মিজানুর রহমান কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার জাফরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (১ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি বলেন, জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।

টেককনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলমের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে।

এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছেন র‍্যাব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ