মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ এবি পার্টি অধিকারের কথা বলে। মানুষের কথা বলে। বিগত দিনগুলোতে টেকনাফের মানুষ তাদের অধিকারের কথা বলতে পারেনি। তারা নির্যাতিত হয়েছে। ইয়াবা তকমায় তাদের ভালো কাজগুলো প্রকাশ পায়নি। জুলাই-আগষ্ট বিপ্লবের পর এখন মানুষ অধিকার নিয়ে কথা বলার সুযোগ হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে টেকনাফে এক সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব সাংবাদিক শামসুল হক শারেক একথা বলেন।
তিনি যুবকদের কর্মমুখী করার জন্য মাদকে নিরুৎসাহিত করেন এবং ইয়াবাসহ সব ধরণের মাদকের প্রবেশ রোধে সরকারের সব বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
এবি পার্টির টেকনাফ পৌরসভা কমিটি গঠন উপলক্ষে শনিবার বিকেলে টেকনাফ ষ্টেশনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, এবি পার্টি জেলা কমিটির সদস্য মোঃ তারেক রশীদ। বক্তব্য রাখেন, সমাজ সেবক রুহুল কাদের, মোঃ হান্নান, আনোয়ার আযাদ, মাওলানা আশরাফ আলী ও এজাবতুল্লাহ প্রমুখ। সভায় টেকনাফ পৌরসভার পূর্নাঙ্গ কমিটি গঠন বিষয়ে বিষদ আলোচনা হয়।
0 মন্তব্যসমূহ