কক্সবাজার মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ - ভোরের সময় অনলাইন কক্সবাজার মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


কক্সবাজার মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২



মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে পুলিশের লুট হওয়া পিস্তল ও দেশীয় তৈরি অস্ত্র-গুলিসহ মহেশখালীর জিয়া বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী জিয়া ও তার সঙ্গী মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্টগার্ড ‍ও পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মহেশখালীর মোস্ট ওয়ান্টেডখ্যাত ‘জিয়া বাহিনীর’ প্রধান জিয়াউর রহমান জিয়া ও তার সহযোগী। এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ২২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়াউর রহমান জিয়া (৪৪) মহেশখালীর কালারমারছরা মোহাম্মদ শাহ ঘোনা এলাকার বাসিন্দা। তার সহযোগী মো. মহিউদ্দিন কে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জিয়ার বিরুদ্ধে ৫টি হত্যাসহ অপহরণ, অস্ত্র এবং নানা অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

লেফটেন্যান্ট কমান্ডার তকি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার একটি টিনের ঘরে কয়েকজন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে বলে তাদের কাছে খবর আসে। এ তথ্যের ভিত্তিতে ভোর সোয়া ৫টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ