ঈদগাঁও থানার পুলিশের অভিযানে ৬৭টি রাবার বল্ট কার্টুজ উদ্ধার। - ভোরের সময় অনলাইন ঈদগাঁও থানার পুলিশের অভিযানে ৬৭টি রাবার বল্ট কার্টুজ উদ্ধার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


ঈদগাঁও থানার পুলিশের অভিযানে ৬৭টি রাবার বল্ট কার্টুজ উদ্ধার।



মিজানুর রহমান,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি রাবার বল্ট কার্টুজ উদ্ধার করা হয়।

শনিবার (৯ নভেম্বর) বিকাল ৪ টার দিকে ঈদগাঁও ভোমরিয়া ঘোনা সাতরারা নামক এলাকায় সড়কে নদীর পাশে পরিত্যক্ত অবস্থায় ৬৭টি রাবার বল্ট কার্টুজ উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদঁগাও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান।

তিনি জানান, গত ৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া গোলাবারুদ বলে মন্তব্য করেন, মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ স্যারের দিকনির্দেশনায় মামলা দায়ের করা হবে, ঘটনা স্থল থেকে কাউকে গ্রেফতার করা হয় নাই।

তিনি আরও জানান, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সফল মেম্বার বর্তমান প্যানেল চেয়ারম্যান ও আব্দুল হাকিম উপস্থিতে জনগণের সার্বিক সহযোগিতা পেলে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঈদঁগাও উপজেলায় কোন সন্ত্রাসী,চাঁদাবাজ, ভূমিদূস্য ও ওয়ারেন্ট ভুক্ত আসামিরা কেউ পালিয়ে পার পাবেন।

স্থানীয়রা বলেন, রামু ঈদগড় সড়কে দিন দুপুরে এবং রাত ৮ সময় লম্বা কিরিচ,দা এবং বন্দুক নিয়ে অপহরণকারী ও ডাকাতদলের সদস্যরা সড়কে যান বাহন গতিরোধ করে ডাকাতি করেন।

সফল মেম্বার আব্দুল হাকিম জানান, অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ