মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও আওয়ামীলীগ সমর্থক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) রাত ১০ টার দিকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈদঁগাও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান।
সাবেক এমপি কমলের ক্ষমতার প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাস সৃষ্টি করা আওয়ামীলীগ নেতা আবুল বাশার ও আওয়ামীলীগ সমর্থক আবুল কাশেম বিভিন্ন এলাকায় নিরীহ মানুষদের হয়রানি করতেন বলে জানান স্থানীয়রা।
গ্রেফতারকৃতরা হলেন, ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউসুফেরখিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আবুল বাশার ও আবুল কাশেম।
ঈদঁগাও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান বলেন, ঈদঁগাও উপজেলায় কোন সন্ত্রাসী,চাঁদাবাজ ও ওয়ারেন্ট ভুক্ত আসামিরা পালিয়ে কেউ পার পাবেন। এ অভিযান চলমান থাকবে।
0 মন্তব্যসমূহ