মিজানুর রহমান,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ) সাড়ে আটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোষ্ট এলাকায় নিয়মিত টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি যাত্রীবাহি প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ৯৭৫ পিচ ইয়াবা, ১ টি মোবাইল এবং ১টি পাওয়ারব্যাংকসহ ১ নারীকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, টেকনাফ সদরের জালিয়াপাড়া এলাকার মোঃ হাসিমের মেয়ে সেলিনা আক্তার (২৮)কে আটক করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

0 মন্তব্যসমূহ