মিজানুর রহমান,কক্সবাজার প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজার শহরের পাহাড়তলীর ঐতিহ্যবাহী 'দিকদর্শন' সামাজিক সংগঠনের নির্বাচন সম্পন্ন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৭২ জন ভোটারদের মধ্যে ভোট দেন ৫৫ জন। সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জানে আলম শাকি।
বহুল কাঙ্খিত এই নির্বাচনে কলম প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল আমিন তুহিন। ক্রিকেট স্টাম্প প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল। এছাড়া অর্থ সম্পাদক পদে রানা সৈকত, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজবাহ উদ্দীন।
নির্বাচিতরা জানালেন, ঐক্যবদ্ধ হয়ে তারা একসাথে দিকদর্শন সামাজিক সংগঠনের উন্নয়নে কাজ করবেন। পরাজিতরা বলেন, ভেদাভেদ ভুলে সংগঠনকে আগে যে ভাবে এগিয়ে নিয়েছিলাম সে ভাবে কাজ করে যাবো। সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু বলেন, এই সংগঠন দেশ ও সমাজর জন্য অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবে।
প্রধান নির্বাচন কমিশনার জানে আলম শাকি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পেরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। দিকদর্শন সামাজিক সংগঠনের নতুন নেতৃত্ব নানা আলোকিত কার্যক্রম নিয়ে সমাজের আমূল পরিবর্তন আনবে বলে প্রত্যাশা সুশীল মহলের। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সাজ্জাদ হোসেন হিরো, আব্দুল করিম ও আরিফ উল্লাহ আরিফসহ প্রমুখ।
0 মন্তব্যসমূহ