মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় বিএফইউজে- এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গত ১৭ বছর সাংবাদিকরা ফ্যাসিবাদের জাতাকলে নিষ্পেষিত হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময় সাংবাদিক শাগর-রুনির হত্যা ্মামলার তদন্ত রিপোর্ট ১১২ বার পেছানো হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের সময় এর বিচার হবে বলে তিনি আশা করেন। এছাড়াও গণমাধ্যমের স্বাধিনতা বিরোধী কালাকানুন গুলো বাতিলের উদ্যোগ নেয়ায় তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
শুক্রবার ( ১নভেম্বর ) দুপুরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী আরও বলেন, সত্যিকার সাংবাদিকের কোন বন্ধু নেই। সাংবাদিকদের দলদাশে পরিণত হওয়ার সুবাদের ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে। তাই সাদাকে সাদা এবং কালাকে কালা বলার মত শক্তি অর্জন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে শীর উঁচু করে দাড়াতে হবে।
তিনি বলেন, গত ১৭ বছর দেশের সাংবাদিকদের একটা অংশ ফ্যাসিবাদের জাতাকলে নিষ্পেষিত হয়েছে। সাদাকে সাদা বলা যায়নি। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ফিরিয়ে আনতে এই সুযোগ কাজে লাগাতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
0 মন্তব্যসমূহ