কাফনের কাপড় পরে কক্সবাজারে কলাতলী ডলফিন মোড় প্রধান সড়ক অবরোধ সেন্টমার্টিন বাসিন্দারা। - ভোরের সময় অনলাইন কাফনের কাপড় পরে কক্সবাজারে কলাতলী ডলফিন মোড় প্রধান সড়ক অবরোধ সেন্টমার্টিন বাসিন্দারা।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


কাফনের কাপড় পরে কক্সবাজারে কলাতলী ডলফিন মোড় প্রধান সড়ক অবরোধ সেন্টমার্টিন বাসিন্দারা।



মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কাফনের কাপড় পড়ে কক্সবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে দ্বীপের বাসিন্দারা।

বুধবার (১৯ নভেম্বর) কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন তারা।

দ্বীপবাসীদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে মহাসড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়েন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা।

আন্দোলনকারী আব্দুল মালেক বলেন, পরিবেশের দোহাই দিয়ে সেন্টমার্টিন বাসীকে মেরে ফেলার ফাঁদ দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না আমরা ততক্ষণ কক্সবাজার ছাড়বো না।

সুফিয়া নামে আরেক বাসিন্দা বলছে,আমার ঘরে রান্না করার মত কিছু নেই। তাই আজ সেন্টমার্টিন থেকেই আজ কক্সবাজারে এসে আন্দোলন করছি।আমাদের বাঁচান।

জসিম উদ্দিন আরেক বাসিন্দা বলেন,কালো আইন দিয়ে দ্বীপ বাসীকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হয় ভাত দেন, না হয় পর্যটক যাওয়ার সুযোগ করে দেন।

আব্দুর রহমান নামে আরেক বাসিন্দা বলেন, পর্যটক যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে দ্বীপটির ১০ হাজার মানুষের জীবন-জীবিকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। আজ আমরা পড়াশোনা করতে পারছি না অর্থের অভাবে।সেন্টমার্টিনের মানুষ পর্যটকের টাকায় চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ