মিজানুর রহমান,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় র্যাবের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র-গুলিসহ নারী আটক।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
তিনি বলেন,কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকাস্থ জনৈক এক ব্যক্তির বসতঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছেন। উক্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টায় র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বর্ণিত এলাকার আজুজুর রহমান এর বসতঘরের সামনে র্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে লায়লা বেগম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লায়লা বেগম স্বীকার করে বলেন, তার স্বামী আজিজুর রহমান প্রকাশ আজিজুর প্রকাশ মুনিয়া ডাকাত র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘরের পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আজিজুর রহমানের বসতঘর ও বসতঘরের আশপাশ এলাকা তল্লাশী করে আটককৃত লায়লা বেগম এর স্বীকারোক্তি ও দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ১টি প্লাস্টিকের ব্যাগ হতে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক (এলজি), ০২ (দুই) রাউন্ড পুরাতন ১২ বোর শর্টগানের কার্তুজ এবং ০৬ (ছয়) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আজিজুর রহমানের স্ত্রী লায়লা বেগম (৩৯)।
গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অস্ত্র কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
0 মন্তব্যসমূহ