কক্সবাজার সদর থানার ওসি নোমানকে প্রত্যাহার। - ভোরের সময় অনলাইন কক্সবাজার সদর থানার ওসি নোমানকে প্রত্যাহার।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


কক্সবাজার সদর থানার ওসি নোমানকে প্রত্যাহার।



মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ যোগদানের এক মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে চট্টগ্রাম সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) তাকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি ফয়জুল আজিম নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রোববার প্রজ্ঞাপন জারি করে ওসি নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটি জেলা পুলিশের কাছে এসেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর গণঅভ্যুত্থানের পর ফয়জুল আজিম নোমান কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্ব নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ