মিজানুর রহমান,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সুগন্ধা বীচ ঝাউবাগানে উৎপেতে থাকা দুই ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সদস্যরা।
আটককৃত হলেন- কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার ওচমান গণির ছেলে সাকিব হোসেন রানা (২০) ও আব্দুল জলিলেল ছেলে মো: আরমান (২০)। এসময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
শনিবার( ৯ নভেম্বর) মধ্যরাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের চৌকস টীম অভিযান পরিচালনা করেন সুগন্ধা বীচের হোটেল সী-গালের সামনে ঝাউবাগানে। ওই সময় ঝাউবাগান কাঠের ব্রীজের পাশে উৎপেতে ছিল তারা। পুলিশ তাদের একটি চাকুসহ আটক করার বিষয়টি এক তথ্য বার্তায় নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম।
0 মন্তব্যসমূহ