রড সিমেন্ট বোঝাই ২ ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি - ভোরের সময় অনলাইন রড সিমেন্ট বোঝাই ২ ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


রড সিমেন্ট বোঝাই ২ ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি



মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে আবার রড সিমেন্ট বোঝাই দুইটি ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এ অভিযোগ করেন ভূক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি জানিয়েছেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন নেওয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। ট্রলার দুইটিতে ছয় জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ -২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদেরকে বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশনের এক কর্মকর্তা (নাম বলতে রাজী হননি) জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি উধ্বর্তন মহলকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ