মিজানুর রহমান, কক্সবাজার। প্রতিনিধিঃ
সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের সনাতনী সম্প্রদায়ের মানুষরা।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোড থেকে মশাল হাতে নিয়ে মিছিল বের করে শত শত সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার মোড়ে এসে অবস্থান নিয়ে জয় শ্রী রাম স্লোগান দেন সকলেই।
এসময় সনাতনী সম্প্রদায়ের লোকজন বলেন বেআইনিভাবে তাদের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারই প্রতিবাদে রাস্তায় তাদের অবস্থান। অতিবিলম্বে রাতের মধ্যে তাকে ছেড়ে না দিলে আবারও বিক্ষোভ করার হুশিয়ারী দেন।
এদিকে মশাল মিছিল বের করার পরপর শহরের প্রধান সড়কে তীব্র যানযট তৈরী। পরে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সনাতনী সম্প্রদায়ের লোকজনকে শান্তনা দিলে পুলিশ সুপার মোড় থেকে গোলদিঘির পাড়ে গিয়ে বিক্ষোভ সমাপ্তি করে।
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ।মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
0 মন্তব্যসমূহ