আঃ আজিজ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরমপুরের সীমান্তবর্তী গ্রাম অচিন্তপুরের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ নাদিম তারেক (২২) বসতবাড়িরপতিত জমিতে কলার বাগানে বারি-৩ জাতের আদা সিমেন্টের ১হাজার বস্তায় রোপন করেন। আদা চাষের সঠিক সময় ফেব্র য়ারী মাস। আদা উত্তোলন করতে সময় লাগে ৯মাস থেকে ১০ মাস। আদা রোপনের সময় বস্তার মধ্যে মাটি,গোবর সার,এম,পিও, ইউরিয়া, জিপসসাম ব্যবহার করা হয়।
আদার গাছ বড় হওয়ার সাথে বালাই নাশক স্প্রে করতে হয়। ১হাজার বস্তায় আদা চাষে ব্যয় হয় ৫হাজার টাকা। প্রতি বস্তায় প্রায় ২ কেজি আদা উৎপন্ন হয়। বীজ হিসাবে বিক্রয় হবে ৪ লক্ষ টাকা। প্রতিবেশি মোঃ নজিমুদ্দিন বলেন, আদা চাষ লাভজনক ফসল। বিরামপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমি সরেজমিনে তদন্ত করে এসেছি। বারী-৩ জাতের আদা পতিত জমিতে সিমেন্টের বাস্তায় উৎপন্ন করা সম্ভব।
0 মন্তব্যসমূহ