মোঃ আঃ আজিজ দিনাজপুর, দক্ষিণ প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর পৌরসভার পূর্বজগন্নাথপুরের তোতা মিয়ার স্ত্রী হত দরিদ্র চার সন্তানের জননী নাহিদা বেগম রেলওয়ের জায়গায় জীর্ণছিন্ন খুপরি ঘরে প্রতিবন্ধি নাহিদ হাসানসহ চার জনের বসবাস। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবন্ধি নাহিদ হাসান নজমুল (১৮) দিবারাত্রী ঘরের মধ্যে শুয়ে থাকেন (শয্যাশায়ী)।একেবারেই চলাফেরা করতে পারে না।
তার মা প্রতিবন্ধি ছেলের খাবার থেকে শুরু করে সবই তাকে করতে হয়। নাহিদা বেগম জীবিকার তাগিদে বাড়ীর সামনে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সামান্য অর্থ উপার্জিত হয় সেই অর্থ দিয়ে কোন রকম তিন বেলা খাবারের ব্যবস্থা কেেরন। প্রতিবন্ধি নাহিদ হাসানের চলাফেরার জন্য একটি হুইলচেয়ার প্রয়োজন হত দরিদ্র মায়ের পক্ষে নাহিদ হাসানের জন্য একটি হুইল চেয়ার ও চিকিৎসার জন্য যে অর্থে প্রয়োজন তাহার পক্ষে বহন করা একেবারে অসম্ভব। সরকারী ভাবে আজ থেকে ৭ বছর পূর্বে সমাজসেবা কর্মকর্তা নিকট থেকে একটি হুইল চেয়ার পেয়েছিল বর্তমানে সেটিও অকেজো।
প্রতিবেশি সাখাওয়াত হোসেন জানান, হতদরিদ্র নাহিদা বেগমের প্রতিবন্ধি ছেলে নাহিদ হাসান একেবারে চলাফেরা করতে পারে না। তার চলফেরার জন্য একটি হুইল চেয়ার বিশেষ প্রয়োজন। নাহিদা বেগমের পক্ষে হুইল চেয়ার ক্রয় করা সম্ভভ নয়। সামাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তির নিকট আকুল আবেদন নাহিদা বেগমের প্রতিবন্ধি ছেলের চলাফেরার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সে উপকৃত হবে।
0 মন্তব্যসমূহ