মোরসালিন আহমেদ ( মুসা ), গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ সাফল্যে বাংলাদেশ নারী ফুটবল টিমকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর ২০২৪) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এই শোভাযাত্রাটি আয়োজন করা হয়। শোভাযাত্রাটি হাতেম আলী সড়কে অবস্থিত স্বজন সমাবেশের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তারা বাংলাদেশ নারী ফুটবল টিমের সাফল্যের প্রশংসা করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ক্লাব ৯৭’র মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সম্প্রীতির বন্ধ কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, এবং গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুজন দাস।
পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ ও সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তাসহ আরও অনেকে বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন ইসরাত জাহান লাকী, সাংবাদিক মোখলেছুর রহমান, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, স্বজন লাবন্য জাহান মুক্তা, রওজাতুল জান্নাত জ্যোতি, মোহাম্মদ ছোটন মিয়া, আরিফুল ইসলাম, এবং যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।


0 মন্তব্যসমূহ