মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোবারক হোসেন অভির ওপর ছুরিকাঘাতের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমানকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
গৌরীপুর থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবারক হোসেন অভি স্থানীয় ছাত্রলীগের একাধিক নেতার নেতৃত্বে আক্রমণের শিকার হন। এ ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাক আহমেদ নোমানকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর বায়েজিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সাফল্য তাদের দক্ষতা ও দ্রুততার প্রমাণ। অপরাধীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাযহারুল আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৌরীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেনাবাহিনীর কার্যক্রমের প্রশংসা করে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ