মোঃ মোরসালিন আহমেদ মুসা:
গোহালাকান্দা গ্রামের প্রখ্যাত ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন আর নেই। আজ, ২০ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৫:৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর।
মরহুম আমজাদ হোসেন ছিলেন সাবেক পুলিশ সুপার মতিউর রহমান এবং এডিশনাল ডিআইজি মিজানুর রহমানের শ্রদ্ধাভাজন পিতা। তিনি এলাকার শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন এবং সকলের কাছে একজন সজ্জন ও বিদ্বান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তার ইন্তেকালে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের প্রতি দোয়ার অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল, ২১ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:১৫ মিনিটে গোহালাকান্দা নুরুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযায় অংশগ্রহণের জন্য সকল শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ