গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সিধলং বিলে বিষ প্রয়োগের মাধ্যমে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী হত্যার অভিযোগ উঠেছে। ২ ডিসেম্বর, সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলের পানিতে ভেসে উঠেছে বোয়াল, কাতল, পুটি ও দেশীয় জাতের মাছসহ সাপ, ব্যাঙ এবং অন্যান্য প্রাণী।
সিধলা গ্রামের বাসিন্দা মো. রুক্কো মিয়া জানান, গতকাল রাতে বিলটির ইজারাদার মো. আল-আমিন জেলেদের সঙ্গে নিয়ে মাছ ধরার কাজ শুরু করেন। মাছ ধরার প্রাথমিক পর্যায় শেষে তারা বিলের পানিতে বিষ প্রয়োগ করেন।
এদিকে, হামিদপুর গ্রামের মো. রতন মিয়া জানান, সকালে বিলের পানিতে আসার পর দেখা যায়, বিলের সব মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে পানিতে ভাসছে। তিনি বলেন, "এটি ইজারাদার আল-আমিন এবং তার সহযোগী শাহজাহানের কাজ।"
গৌরীপুর উপজেলা সিনিয়র অতিরিক্ত মৎস্য অফিসার রাশেদুল ইসলাম বলেন, "বিলের পানিতে বিষ প্রয়োগ করে মাছ মারা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বিষাক্ত পানি জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই পানি পান করলে মানুষসহ যে কোনো প্রাণী রোগে আক্রান্ত হতে পারে।"
ঘটনার বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, "আমি ঘটনাটি শুনেছি এবং ইতোমধ্যে একজন প্রতিনিধিকে সেখানে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনার মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণের ঘটনা ঘটেছে, তেমনই জলজ জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছে।
মো. মোরসালিন, গৌরীপুর, ময়মনসিংহ
0 মন্তব্যসমূহ