শ্যামগঞ্জ বড় মসজিদের খতিবকে হুমকি ও মানহানির অভিযোগে থানায় জিডি - ভোরের সময় অনলাইন শ্যামগঞ্জ বড় মসজিদের খতিবকে হুমকি ও মানহানির অভিযোগে থানায় জিডি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


শ্যামগঞ্জ বড় মসজিদের খতিবকে হুমকি ও মানহানির অভিযোগে থানায় জিডি



গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের ঐতিহ্যবাহী দেড়শ বছরের পুরনো বড় মসজিদের খতিব মাওলানা এ কে এম জয়নুল আবেদীনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকির অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।


১২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান খান মিল্টন বাদী হয়ে গৌরীপুর থানায় এই অভিযোগটি দায়ের করেন।

গত ৭ ডিসেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত ইসলামিক তাফসীরুল কোরআন মাহফিল চলাকালীন এ ঘটনা ঘটে। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বরেণ্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।


এশার নামাজের পর মসজিদের হুজুররা আলোচনা করছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ হাবিবুল্লাহ ও তার ভাই মোঃ সিদ্দিক মসজিদের খতিবকে মাইক বন্ধ করার জন্য চাপ দেন। খতিব সাহেব বিষয়টি অসম্ভব বলে জানালে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন হুমকি দেন।


অভিযুক্ত হাবিবুল্লাহ ও সিদ্দিক ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ কমিটির সভাপতি মোঃ মুর্শিদ কুলি খান (নুলু) জানান, “কিছু কুচক্রী লোক মসজিদের বিভিন্ন বিষয়ে ষড়যন্ত্র করছে। খতিব সাহেবের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার কারণে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা করেছিলাম, কিন্তু অভিযুক্তরা তাতে সাড়া দেয়নি।”


তিনি আরও বলেন, “মসজিদের ও খতিব সাহেবের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।”

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, “অভিযোগের ভিত্তিতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

মোঃ মোরসালিন আহমেদ মুসা, গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধিঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ