গৌরীপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ২ - ভোরের সময় অনলাইন গৌরীপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ২



গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে যৌথ বাহিনীর সমন্বিত অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪২ কেজি গাঁজা। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অভিযানে আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে।

আটককৃতরা হলেন ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) এবং মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)। অভিযানের সময় মৃত চাঁন মিয়ার স্ত্রী এবং বাড়ির মালিক আবেদা খাতুন (৫৪) পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারুল হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও যৌথ বাহিনীর তৎপরতায় দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবেদার ঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় রাখা ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াত। তাদের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, “এটি ছিল যৌথ বাহিনীর একটি বড় সফলতা। উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ