সেনাবাহিনীর অভিযানে ৮ বোতল মদ ও ভারতীয় মোবাইল জব্দ সহ আ'টক ২ - ভোরের সময় অনলাইন সেনাবাহিনীর অভিযানে ৮ বোতল মদ ও ভারতীয় মোবাইল জব্দ সহ আ'টক ২

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


সেনাবাহিনীর অভিযানে ৮ বোতল মদ ও ভারতীয় মোবাইল জব্দ সহ আ'টক ২



তানজিলা আক্তার রুবি। নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান করে ৮ বোতল মদ ও পিকআপ ভ্যান, মোবাইল সহ ২জন আটক করেন সেনাবাহিনী।

১ ইং ডিসেম্বর রাত ১০ টায় অভিযানে ৩০ মিনিটের ব্যবধানে কলমাকান্দা টু ঢাকা হাইওয়ে সড়কের বাহাদুরকান্দায় বিএ ১২২২৩ লেঃ এ এম এন আকিব ৮ ইবি এর নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালীন সময় একটি স্টেট ফাস্ট কুরিয়ারের পিকআপ গাড়ি হতে অবৈধ ভারতীয় মোবাইল চার্জার এবং একটি মোটরসাইকেল (ময়মনসিংহ- হ ১২-১৯৩৫) তল্লাশি করে ০৮ বোতল বিদেশী মদসহ দুইজন ব্যক্তিকে আটক করা হয়।
আটকৃত মালামাল।
-----------------------
1. Note 30 pro+5g= 6 p
2. Poco X6 pro= 8p
3. Hello motorola=8p
4. Chagar=25p,
5. 1x cavar van

তবে উক্ত মালামালের কোন মালিক পাওয়া যায়নি, কিন্তুু মোবাইলভর্তি কাটুন এর গায়ে নিম্ন বর্ণিত ব্যক্তি দূর্গাপুর উপজেলার রাশি মনি বাজারের নাঈম পাঠান(২৬) ।

আটককৃত আসামীরা হলো ,কলমাকান্দা উপজেলার বরকোণা গ্রামের মিরাজ উদ্দিন এর ছেলে মোহাম্মদ রফিক (২৮),বটতলার ইসমাইল হোসেনের ছেলে মোঃ মুছা মিয়া(৩৫) । এসময় মোটরসাইকেল ও২জন আসামিকে কলমাকান্দা থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ সময় অভিযানে যুক্ত ছিলেন কলমাকান্দা আর্মি ক্যাম্প এফ এস সার্জেন্ট মকবুল হোসাইন ও ল্যান্স কর্পোরাল রিপন রিয়াজী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ