নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আ'টক - ভোরের সময় অনলাইন নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আ'টক

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আ'টক



গৌরীপুর উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৩০ মিনিটে শ্যামগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব।

অভিযানে ২৩৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের মধ্যে মোঃ ফারুক আহমেদ (৩৫), গ্রাম: শ্যামগঞ্জ, পূর্বধলা, নেত্রকোণা।মোঃ আব্দুল আহাদ (১৮), গ্রাম: বাদেপুটিকা, পূর্বধলা, নেত্রকোণা। মোঃ রানা খান (৩৩), গ্রাম: বাদেপুটিকা, পূর্বধলা, নেত্রকোণা।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট: ২৩৮ পিস নগদ টাকা: ৫,৭০০ টাকা মোবাইল ৫টি সুইচ গিয়ার ছুরি ১টি মোটরসাইকেল ১টি আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যসহ পূর্বধলা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, মাদক ব্যবসা প্রতিরোধে উক্ত এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদক: মোঃ মোরসালিন, গৌরীপুর উপজেলা প্রতিনিধিঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ