নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন । ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের ক্রীড়াপঞ্জি মোতাবেক এ ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
এর আয়োজনে ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিস এবং সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।
সোমবার সকাল ৯.৩০ ঘটিকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে নেত্রকোণা সদর উপজেলার ০৩ টি ক্রীড়া ক্লাব, ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের , মোট ৪৮ জন বালকের অংশগ্রহণে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবুল কাশেম , হেদায়েতুল্লাহ রুমিন আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ , সহকারী শিক্ষকবৃন্দ ।
এ প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার হিসেবে ট্রফি সনদপত্র বিতরণ করা হয়।
তানজিলা আক্তার রুবি। নেত্রকোনা প্রতিনিধিঃ
0 মন্তব্যসমূহ