প্রতি বছরের ন্যায় পর্দা উঠলো কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা। - ভোরের সময় অনলাইন প্রতি বছরের ন্যায় পর্দা উঠলো কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


প্রতি বছরের ন্যায় পর্দা উঠলো কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা।



কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে পর্দা উঠলো মাসব্যাপী কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা।

রবিবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই শিল্প ও বানিজ্য মেলা উদ্ভোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা কমিটির চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম,কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন,সদস্য সচিব সানাউল্লাহ আবু,পরিচালক যুবদল নেতা জয়নাল আবেদীন ও কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকাসহ আরও অনেকে।

এবারের মেলা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে সবকিছু। এবারও যৌথভাবে মেলার আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) ও কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাতে করা হয়েছে রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেট। এবার মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের আড়াইশো বিভিন্ন স্টল। থাকবে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির একাধিক প্যাভিলিয়নও। তার মধ্যে শিশুদের বিনোদনমূলক রাইডস, খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সানাহউল্লাহ আবু বলেন,মেলায় এবার অনেক ক্ষেত্রে বেশ ভিন্নতা এসেছে। টুইস্ট, লেম্ববাম্বু, ডিজিটাল নাগরদোলা, ইলেকট্রনিক নৌকা, ওয়াটার বোট, ওয়াটার বল, ডিজিটাল ট্রেন, জাম্পিং সিøপার, কার রেসিংসহ শিশুদের জন্য মেলায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস। মেলায় এসেছে দেশিয় উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের কাপড় যেমন কিনতে পারবেন, তেমনি পায়ের জন্য আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরনের জুতাও রয়েছে। মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারি সামগ্রী নিয়ে রয়েছে স্টল।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন বলেন,মেলা ঘিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগের তুলনায় ভিন্নভাবে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। নিরাপত্তা থাকবে কঠোর। সকলকে মেলায় আমন্ত্রণ জানাচ্ছি।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগার। সবাইকে নিয়মিত মেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম,কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন, পরিচালক জয়নাল আবেদিন।

মিজানুর রহমান, কক্সবাজার প্রতিনিধিঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ