(প্রতিবেদন)
মোঃ মোরসালিন, গৌরীপুর, ময়মনসিংহ,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে ঐতিহ্যবাহী “ওরা ১১ জন স্পোর্টিং ক্লাব”-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি রাত সাড়ে আটটায় শ্যামগঞ্জ বাজারের ঐতিহাসিক রেলওয়ে মাঠে জমকালো এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় “হেন ট্রলি পাওয়ার টিলার” বনাম “ফ্যামিলি” দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ফ্যামিলি ফুটবল টিম। ম্যাচটি ফুটবলপ্রেমীদের এক অসাধারণ আনন্দ আর উত্তেজনার মুহূর্ত উপহার দেয়।
এই টুর্নামেন্ট উপলক্ষে শ্যামগঞ্জের ৫০ বছর আগের ফুটবলারদের নিয়ে এক হৃদয়গ্রাহী মিলনমেলা অনুষ্ঠিত হয়। নবীন ও প্রবীণ ফুটবলারদের এমন মিলন অনুষ্ঠানে পুরনো স্মৃতি যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ওরা ১১ জন স্পোর্টিং ক্লাব”-এর সভাপতি পারভেজ সরকার এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার সুলতান প্রফেসর, জয়নাল মাস্টার, গোলাম মোস্তফা, মানিক ফকির, বাহার উদ্দিন দুদু, তপন রায়, জজ মিয়া, পরিমল সাহা, মোঃ কাজল, মোঃ একদিল, হারুন মাস্টার এবং হুমায়ুন কবির।
ফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন ক্লাবের সদস্য মোঃ মোসলেম উদ্দিন।
খেলা শুরুর আগে ক্লাবের প্রয়াত তিন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
“ওরা ১১ জন স্পোর্টিং ক্লাব”-এর আয়োজক কমিটি জানিয়েছেন, আগামী মাসে ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এই আয়োজন শ্যামগঞ্জের ঐতিহ্যবাহী খেলাধুলার সংস্কৃতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা
0 মন্তব্যসমূহ