গৌরীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। - ভোরের সময় অনলাইন গৌরীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।



গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শ্যামগঞ্জ পাট বাজার থেকে পুরান বাজার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নোহাস খান।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিপন সরকার, কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ মুজুমদার এবং যুগ্ম আহ্বায়ক তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় ছাত্রদলের অতীত গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও ভবিষ্যত অগ্রযাত্রা নিয়ে বক্তব্য দেওয়া হয়।

এ সময় বক্তারা ছাত্রদলকে আরও সংগঠিত করার আহ্বান জানিয়ে জাতির গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত নেতাকর্মীরা জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করার অঙ্গীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ