মোঃ মোরসালিন, পূর্বধলা, নেত্রকোনা প্রতিনিধিঃ হোক বয়স আঠার কিংবা আশি, এসো প্রাণে, প্রাণ মিশিয়ে হাসি"— এই স্লোগানকে ধারণ করে নেত্রকোনার পূর্বধলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ‘৯৬-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
০৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, শ্যামগঞ্জ জালশুকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জনাব ওয়াহেদ আলী,সিনিয়র শিক্ষক জনাব আকরাম হোসেন, মোঃ জয়নাল আবেদীন, অনীল চন্দ্র শর্মা।
এছাড়া বর্তমান শিক্ষকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন
কামালপুর কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা আক্তার সহকারী শিক্ষক মোঃ নুরে আলম ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোঃ আব্দুল মোতালিব, মোঃ ফরিদ আহমেদ, সুমন সাহা, সুমন মোদক, মোঃ এমদাদুল হক, মোঃ মোশাররফ হোসেন, মানিক, রতন সরকার, খায়রুল ইসলাম, কামরুল হাসান, মোঃ রফিকুল ইসলাম, রোকসানা রানী, লুৎফুন্নাহার পপি, আফিয়া আক্তার ও নমিতা পাল বক্তব্য প্রদান করেন।
তাঁরা সবাই তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পুনর্মিলনীর শেষ ভাগে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে।
উক্ত মিলনমেলায় স্মৃতিচারণ, আনন্দ ও আবেগের সংমিশ্রণে এক হৃদয়গ্রাহী পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজনকে স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচনা করেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের অগ্রগতিতে সম্মিলিতভাবে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ