মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া মোড়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আইন লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানবাহন চলাচল নিরাপদ করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং ট্রাফিক আইন যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন মেনে চলার আহ্বান জানানো হয় সংশ্লিষ্ট সকলকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, "সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে আমাদের নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করতে হবে। সবাইকে আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ জানাচ্ছি।"
0 মন্তব্যসমূহ