চোর অপবাদে যুবকের চোখ উপড়ে ফেলা, গ্রে'ফতার প্রধান আ'সামি - ভোরের সময় অনলাইন চোর অপবাদে যুবকের চোখ উপড়ে ফেলা, গ্রে'ফতার প্রধান আ'সামি

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


চোর অপবাদে যুবকের চোখ উপড়ে ফেলা, গ্রে'ফতার প্রধান আ'সামি



ভোলা প্রতি‌নি‌ধিঃ ভোলায় চু‌রির অ‌ভি‌যো‌গে মো. শাহাজান মি‌ন্টিজ (৪০) নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে ও হা‌তের দুই আঙ্গুল কে‌টে ফেলার ঘটনায় মো. সা‌কিব (২৫) না‌মে এক যুব‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৮। তিনি এই ঘটনার প্রধান আসামি।

গ্রে'ফতারকৃত সা‌কিব ভোলার চরফ্যাশন উপ‌জেলার দ‌ক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের মা‌ঝের চর গ্রা‌মের মো. লোকমা‌নের ছেলে।

আজ শুক্রবার সকালে চরফ্যাশন উপ‌জেলার দুলারহাট থানা এলাকার নীল কমল ইউনিয়‌নের পাঙ্গাসীয়া লঞ্চঘাট থে‌কে সা‌কিব‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার লে. মো. শাহ‌রিয়ার রিফাত অ‌ভি।

ঘটনা সূত্রে জানা গেছে, গত ২ মার্চ সকাল ১০টার দি‌কে দ‌ক্ষিণ আইচা থানার নজরুল নগর ৪ নম্বর ওয়া‌র্ডের চর কলমী মাইকা বা‌রে‌কের পুকুর পাড়ে মামলার এজাহারভুক্ত ৭ জনসহ অজ্ঞাত ৪-৫ জন আসামিরা চোর অপবাদ দিয়ে শাহাজান মি‌ন্টিজ‌কে আটক ক‌রে দুই চোখ উপ‌ড়ে ফে‌লে, এরপর ডান হা‌তের ২ আঙুল বিচ্ছিন্ন ক‌রে হত্যার চেষ্টা চালায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ