মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা স্টাফ রিপোর্টার | নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়, যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিবিএম)। সভাপতিত্ব করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার এডিশনাল এসপি সজল কুমার সরকার, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ নান্নু খান এবং ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পূর্বধলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ সায়েদ আল মামুন শহীদ,নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা গোয়ালাকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ফজল শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মাসুদুর রহমান খান মুকুল কলেজের বিদ্যুৎসাহী সদস্য ওবায়দুল আল মাসুম খোকন, পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো, পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব এছাড়া ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী এবং স্থানীয় জনগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় এলাকার সাধারণ মানুষ পুলিশের কাছে অবকাঠামোগত সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূর্ববর্তী সরকারের আমলের অনিয়ম নিয়ে কথা বলেন এবং এসব সমস্যার দ্রুত সমাধান চান।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জনগণের অভিযোগ ও মতামত গুরুত্বসহকারে শোনেন এবং আশ্বস্ত করেন যে, জনগণের আস্থা ফেরাতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, বিগত সময়ে পুলিশের ওপর জনগণের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল, তা দ্রুতই কাটিয়ে ওঠা হবে। আমরা জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করবো।"
0 মন্তব্যসমূহ