পূর্বধলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আমানুর রশিদ খান জুয়েল - ভোরের সময় অনলাইন পূর্বধলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আমানুর রশিদ খান জুয়েল

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আমানুর রশিদ খান জুয়েল



পূর্বধলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও তরুন আওয়ামীলীগ নেতা আমানুর রশিদ খান জুয়েল।

তিনি বর্তমানে আমেরিকার ফ্লোরিডা আওয়ামী লীগের সাথে যুক্ত রয়েছেন উনি দীর্ঘদিন ধরে নিজেস্ব অর্থায়নে পূর্বধলা উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির মাদ্রাসা এতিমখানা,গ্রামীন অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে আসছেন।

এ সময় তিনি বলেন, আসুন ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করি।

দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাসের সংযম সাধনা শেষে এসেছে আনন্দময় উৎসব ঈদুল ফিতর।সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদুল ফিতর।

ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনটাই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।

ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।

ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে সবাই আবার ফিরে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবাইকে ঈদ মোবারক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ