নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান: মালিক গ্রেফতার ও কারখানা সিলগালা। - ভোরের সময় অনলাইন নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান: মালিক গ্রেফতার ও কারখানা সিলগালা।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


নকল জুস কারখানার বিরুদ্ধে অভিযান: মালিক গ্রেফতার ও কারখানা সিলগালা।



মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে নকল জুস উৎপাদনকারী একটি কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্তৃক প্রদত্ত গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার রুপনাকান্দা, কলতাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানার মালিককে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার এর নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ সেনাবাহিনী, এনএসআই, বাংলাদেশ পুলিশ ও বিএসটিআই সর্বাত্মক সহযোগিতা করে। অভিযানের অংশ হিসেবে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নকল ও ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এ কার্যক্রমকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ