নাহিদ আলম, বিশেষ প্রতিনিধিঃ দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে নেত্রকোনার পূর্বধলায় আব্দুল জলিল (৪৫) নামের এক যুবলীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
বৃহস্পতিবার ( ৬ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল জলিল (৪৫) পূর্বধলা উপজেলার ২ নং হোগলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী। তিনি উপজেলার পূর্ব পাটরা গ্রামের মৃত কাছম আলীর ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আটককৃত আব্দুল জলিল পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ঘটনার সাথে জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিল। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ