গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ধীতপুর বাজারে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যবসায়ী ও তাঁর বৃদ্ধ পিতা। শুক্রবার রাতের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহতরা হলেন—ধীতপুর বাজারের মনোহারি ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী এবং সেচ্ছাসেবক দলের স্থানীয় এক কর্মী হুমায়ুন কবির (২৭) ও তাঁর পিতা আবুল হাসিম (৭০)। বর্তমানে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবুল হাসিম জানান, ঘটনার রাতে তাঁর ছেলে হুমায়ুন দোকানে বসা অবস্থায় স্থানীয় সাদ্দাম হোসেন দলবল নিয়ে এসে বিকাশ লেনদেনের একটি জাল নোটের প্রসঙ্গ তোলে এবং হুমায়ুনকে জাল টাকার ব্যবসার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে অতর্কিতে হামলা চালায়। হুমায়ুনকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকেও ধারালো রামদা দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলাকারী সাদ্দাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন গ্রুপের কর্মী। অপরদিকে, আহত হুমায়ুন কবির ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক গ্রুপের সক্রিয় কর্মী। রাজনৈতিক গ্রুপভিত্তিক দ্বন্দ্ব থেকেই এই হামলার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, হামলায় অভিযুক্ত সাদ্দাম হোসেন নিজেও আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ