গৌরীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ চার যাত্রীর মর্মান্তিক মৃ'ত্যু - ভোরের সময় অনলাইন গৌরীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ চার যাত্রীর মর্মান্তিক মৃ'ত্যু

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


গৌরীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ চার যাত্রীর মর্মান্তিক মৃ'ত্যু



মোঃ মোরসালিন, গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন – দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০) এবং ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন জানান, যাত্রীবাহী একটি অটোরিকশাকে বালুবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু এবং নারীদের প্রাণহানি ঘটে।

অন্যদিকে, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, দুর্ঘটনার পর সকাল সাড়ে ৭টার দিকে নিহত চারজনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা বাকরুদ্ধ অবস্থায় রয়েছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভও দেখা গেছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ও চালককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ