দেহদান নয়, ইসলামী রীতিতে কবর চান কবীর সুমন। - ভোরের সময় অনলাইন দেহদান নয়, ইসলামী রীতিতে কবর চান কবীর সুমন।

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


দেহদান নয়, ইসলামী রীতিতে কবর চান কবীর সুমন।



বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন জানান, আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। তবে নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন প্রখ্যাত এই সংগীতশিল্পী নিজেই।

আজ বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবীর সুমন জানান, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি।

তিনি লেখেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’

এই গায়ক লিখেছেন, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।’

উল্লেখ্য, কবীর সুমন দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় একজন সংগীতশিল্পী। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন কবীর সুমন। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। এরপর শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ