মোঃ মোরসালিন গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সাফওয়ান (৪) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে।
শুক্রবার (গতকাল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চৈয়ারকান্দা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই গ্রামের মো. উজ্জল মিয়ার কনিষ্ঠ পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুর রহমানের ইটভাটার পাশের সড়কে খেলছিল সাফওয়ান। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়। দুর্ঘটনায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগলে মগজ বেরিয়ে পড়ে এবং সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
0 মন্তব্যসমূহ