মোঃ মোরসালিন, গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নের নওপাই গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মো. সামস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে শেষ বিদায় জানানো হয়েছে। ২ এপ্রিল, বুধবার, নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান আনুষ্ঠানিকভাবে এই সম্মান প্রদর্শন করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. সামস উদ্দিন ১৬ জানুয়ারি ১৯৪৯ সালে নওপাই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আক্কাস আলী এবং মাতা মৃত জজের নেছা। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দেশপ্রেমে উজ্জীবিত। ১৯৬৫ সালে নেত্রকোনা আঞ্জুমান স্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে গৌরীপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে, মাত্র ২০ বছর বয়সে তিনি প্রশিক্ষণের জন্য ভারতে পাড়ি জমান। ভারতের তুরা ক্যাম্পে প্রশিক্ষণ শেষে তিনি ১১ নম্বর সেক্টরের বাগমারা অঞ্চলে সেকশন কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে একদল সাহসী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে জীবনবাজি রেখে চারুয়াপাড়া ক্যাম্প দখল করে স্বাধীন করেন এবং সেখানে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেন।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে তিনি শ্যামগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান দীর্ঘ ৩৫ বছর ধরে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছে। ২০০৯ সালে শ্যামগঞ্জ হাই স্কুল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. সামস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্যামগঞ্জ হাই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা, গৌরীপুর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তাঁর পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হন।
0 মন্তব্যসমূহ