ইউএনওর হস্তক্ষেপে ৮ মাসের শিশু ফিরে পেল তার মাকে - ভোরের সময় অনলাইন ইউএনওর হস্তক্ষেপে ৮ মাসের শিশু ফিরে পেল তার মাকে

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


ইউএনওর হস্তক্ষেপে ৮ মাসের শিশু ফিরে পেল তার মাকে



মোঃ মোরসালিন, গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসানের তাৎক্ষণিক হস্তক্ষেপে মায়ের কোলে ফিরে এসেছে আট মাসের একটি শিশু।

রোববার (তারিখ উল্লেখ করবেন) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মিম আখতার নামে এক কিশোরী মা অভিযোগ করেন, তার স্বামী ও শাশুড়ি মিলে জোরপূর্বক তার শিশুসন্তানকে ছিনিয়ে নিয়েছে।

অভিযোগ পাওয়ার পরপরই ইউএনও ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমাকে নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার সোহানাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে মায়ের কাছে বুঝিয়ে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিশু ফিরে পেয়ে মিম আখতার কান্নাজড়িত কণ্ঠে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয়দের মাঝে স্বস্তির পরিবেশ বিরাজ করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, "একজন মায়ের আকুতি আমরা অবহেলা করতে পারি না। শিশুটিকে নিরাপদে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ