মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ গাজায় ইসরায়েলি বর্বরতা ও মানবতা বিরোধী আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল ২০২৫, বুধবার দুপুরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কলেজের সামনের অংশে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব। তিনি বলেন, “বিশ্বজুড়ে মানবতা বিরোধী জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে দেশের কিছু স্থানে প্রতিবাদের সুযোগ নিয়ে যেসব লুটপাট হয়েছে, তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সদস্য জড়িত নয়।”
তিনি আরও বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চালানো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং তাদের প্রতি সংহতি জানাতে ছাত্রদল ভবিষ্যতেও শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিপন তালুকদার, যুগ্ম আহ্বায়ক জীবন দাস ও আশরাফুল আলম, জেলা ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন অপু ও সৌরভ সরকার, কলেজ শাখার সদস্য সচিব আরিফুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক নুহাশ খান, সানোয়ার হোসেন শানু, ফরহাদ করিম লিংকন, ছাত্রদল নেত্রী ফাওউজিয়া খান এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুব্রত চন্দ্র দাস।
0 মন্তব্যসমূহ