পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় পূর্বধলা সরকারি কলেজ গেইটে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় ছাত্রদল নেতাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে পূর্বধলা সরকারি কলেজ শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
পরে বিক্ষোভ মিছিলটি কলেজ রোড, পূর্বধলা বাজারের জামতলা, ষ্টেশন রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ইসরাইল নিপাত যাক’, ’আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই’, ’ইসরাইলি পণ্য, বয়কট, বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, পূর্বধলা সরকারী কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিছ, সদস্য সচিব রুবায়েত খান শান্তর, নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান, ছাত্রদল নেতা রাফিন আহমেদ, নোমান ফকির, সাকিন হাসান সাকিব প্রমুখ।
এসময় প্রতিবাদ সমাবেশে ছাত্রদল নেতারা ’ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেন
0 মন্তব্যসমূহ