নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার অন্তর্গত পূর্বধলা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এক বছরের জন্য। সম্প্রতি নেত্রকোনা জেলা শাখা থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল হাসান কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আক্কাস বেপারী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রাসেল খান এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নয়ন খান।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—
সহ-সভাপতি: মোঃ মোকশেদ আলী, মোহাম্মদ হারুন অর রশিদ হারুন, আবু বক্কর সিদ্দিক, মোঃ আজিজুল ফকির।
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ এনাম, ওমর ফারুক, মোঃ রাসেল মিয়া (২)।
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ ফজলে রাব্বি, মোঃ আজিজুল শেখ, মোঃ আনোয়ার হোসেন।
সহ-দপ্তর সম্পাদক: মোঃ রোমান মিয়া, মাহমুদ ইসহাক মিয়া, মোঃ খাইরুল ইসলাম।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছরের জন্য এই কমিটি পূর্বধলা উপজেলায় সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। নতুন নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ