পূর্বধলায় ৭০ বছরের বৃদ্ধা নারীর ঝু'লন্ত ম'রা'দেহ উদ্ধার - ভোরের সময় অনলাইন পূর্বধলায় ৭০ বছরের বৃদ্ধা নারীর ঝু'লন্ত ম'রা'দেহ উদ্ধার

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় ৭০ বছরের বৃদ্ধা নারীর ঝু'লন্ত ম'রা'দেহ উদ্ধার



মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামে জমিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃদ্ধার স্বামী আব্দুল হামিদ (৮১) ঘরে ঢুকে স্ত্রীর নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে বিষয়টি শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় প্রায় তিন ফুট দীর্ঘ সুতার রশি বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পায়। পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এদিকে বৃদ্ধার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ