মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে আধুনিক ও লাভজনক মাছ চাষ নিশ্চিত করতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। নিউ হোপ ফিস ফিড কোম্পানির উদ্যোগে এবং মেসার্স মিহাদ জাইফ এন্টারপ্রাইজের সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ২২ মে, সকাল ১০টায়, শ্যামগঞ্জ পুরান বাজারস্থ মিহাদ জাইফ এন্টারপ্রাইজ কার্যালয়ে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ হোপ ফিস ফিড কোম্পানির চায়না-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এন্ডি পেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ম্যানেজার আতিক। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারি, উদ্যোক্তা ও কৃষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্যামগঞ্জের নিউ হোপ ফিস ফিডের ডিলার প্রতিষ্ঠান মেসার্স মিহাদ জাইফ এন্টারপ্রাইজের মালিক মোঃ শফিকুল ইসলাম তালুকদার ও মোঃ রফিকুল ইসলাম তালুকদার।
কর্মশালায় খামারি ও উদ্যোক্তারা তাদের ব্যবহারিক অভিজ্ঞতা থেকে ফিস ফিডের বিভিন্ন সুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন। জবাবে কোম্পানির হেড অব সেলস আশ্বাস দেন যে, সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং পণ্যটির গুণগত মান আরও উন্নত করা হয়েছে।
প্রতিনিধিরা বলেন, স্বল্প মূল্যে অধিক উৎপাদন নিশ্চিত করতে নিউ হোপ ফিস ফিড খামারিদের জন্য একটি কার্যকর ও লাভজনক সমাধান হিসেবে কাজ করবে।
এই কর্মশালার মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের পণ্যের ব্যবহার সম্পর্কে অবগত হন, যা তাদের মাছ চাষকে আরও লাভজনক করে তুলবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
0 মন্তব্যসমূহ