মোঃ মোরসালিন পূর্বধলা প্রতিনিধিঃ একসময় যিনি পূর্বধলার সরল মাটিতে শৈশব কাটিয়েছিলেন, আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামের কৃতি সন্তান আনসার উদ্দিন খান পাঠান আন্তর্জাতিক পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে নতুন এক ইতিহাস গড়লেন।
৩০ এপ্রিল ২০২৫, এই দিনটি শুধু তাঁর জন্য নয়, বরং গোটা পূর্বধলার জন্য এক গর্বের দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে আনসার উদ্দিন খান পাঠানের দুই বছরের আন্তর্জাতিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী এই নিয়োগ চূড়ান্ত হয়েছে, যেখানে নির্ধারিত শর্তাবলী অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন।
কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের আদর্শ হয়ে উঠেছিলেন আনসার উদ্দিন খান পাঠান। পুলিশ বিভাগে তাঁর নিষ্ঠা, মানবিকতা এবং দেশপ্রেম তাঁকে সহকর্মী ও জনগণের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। আজ সেই অনন্য অভিজ্ঞতা ও মেধার স্বীকৃতি এসেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
পূর্বধলার অলি-গলিতে এখন এক অন্যরকম আবেগ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার, উৎসবের আমেজ। অনেকে আবেগঘন ভাষায় লিখেছেন,
"স্যার শুধু আমাদের কাজলার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক মঞ্চে তাঁর কৃতিত্ব দেশের সম্মান বহুগুণ বাড়াবে। আমরা তাঁর নিরবিচ্ছিন্ন সাফল্য কামনা করি।"
পূর্বধলার সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো একের পর এক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, একটি অঞ্চল, একটি জাতির গর্বের বহিঃপ্রকাশ।
0 মন্তব্যসমূহ