মোঃ মোরসালিন গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মাত্র ১০ টাকার পানের বিল নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ুন কবীর (২৪) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত হুমায়ুন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ জুন ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে। নিহতের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুমায়ুন ও তার বন্ধু সোহাগ মিয়া বাড়ি থেকে পাশের পাছার বাজারের উদ্দেশ্যে রওনা দিলে পথে একই এলাকার রাশেদুল রানা ও বাদল মিয়া তাদের গতিরোধ করে। হুমায়ুন দৌড়ে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা হুমায়ুনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া জানান, ঘটনার সময় তারা সোনাকান্দি গ্রামের আব্দুর রশিদ মাস্টারের বাড়ির পুকুরপাড় এলাকায় পৌঁছালে রানা ও বাদল পথরোধ করে এবং হুমায়ুনকে ধাওয়া করে। হুমায়ুন জীবন বাঁচাতে চায়ের দোকানে ঢুকলেও সেখানেই হামলার শিকার হন। তিনি আরও জানান, ঘটনার আগের রাতে সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে আবুল কাসেমের দোকানে পানের ১০ টাকার বিল নিয়ে বাদল ও রানার মধ্যে ঝগড়া হয়েছিল। সেই বিরোধ মেটাতে হুমায়ুন নিজেই বিল পরিশোধ করেন, যা থেকে দুই যুবক ক্ষিপ্ত হয়ে পরে পরিকল্পিতভাবে এই হামলা চালায়।
ছাত্রদল নেতা হুমায়ুন হত্যাকাণ্ডের প্রতিবাদে গৌরীপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তিনি হুমায়ুন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0 মন্তব্যসমূহ