পূর্বধলায় গ'লায় ফাঁ'স দিয়ে যুবকের আ'ত্মহ'ত্যা - ভোরের সময় অনলাইন পূর্বধলায় গ'লায় ফাঁ'স দিয়ে যুবকের আ'ত্মহ'ত্যা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলায় গ'লায় ফাঁ'স দিয়ে যুবকের আ'ত্মহ'ত্যা



মোঃ মোরসালিন পূর্বধলা (নেত্রকোণা): নেত্রকোণার পূর্বধলা উপজেলার নসিবপুর গ্রামে মো. আলমগীর হোসেন (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ জুন ২০২৫) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে নিজ বসতঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত আলমগীর হোসেন উপজেলার ৬নং পূর্বধলা ইউনিয়নের নসিবপুর গ্রামের আবুল হাশেম ও নাসিমা বেগমের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে আলমগীর ঘরের আড়ার সঙ্গে নেভি ব্লু রঙের একটি রশি দিয়ে গলায় ফাঁস দেন। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে তাঁর ভাগ্নি মোছা. নিলুফা (১৫) সন্দেহ হলে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত পূর্বধলা থানায় খবর দেন।


সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।


নিহতের বাবা আবুল হাশেম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। পারিবারিক ও প্রতিবেশীদের ভাষ্যেও আলমগীরের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল আলম বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ